তাড়াশে এসিল্যান্ড নেই ১০মাস,আবেদনকারীদের হয়রানি ।
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১০ মাস ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদটি শূন্য পড়ে রয়েছে। এতে নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজ ব্যাহত হচ্ছে। ভোগান্তি হচ্ছে মানুষেরা। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) অফিসের সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) পদে আহসান হাবিব জিতু ২০১৮ সালের ০৫ মে ১৭ তারিখে বদলি হন। এরপর থেকে ওই পদে কোন লোক আসেননি। ১০ মাস হলো ওই পদ শূন্য। উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই পদের কাজ করছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার গুল্টা এলাকার দুই বাসিন্দা এবং দোবিলা এলাকার তিনবাসিন্দা জানান, তিন মাস আগে ওই অফিসে তাদের জমির নামজারি ও জমাখারিজ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন। এখনো পর্যন্ত জমির নামজারি ও জমাখারিজ করা হয়নি। এ কারণে জমি বিক্রি করতে পারছেন না। ভূমি অফিসে একাধিকবার এসেও কাজ হচ্ছে না। কবে কাজ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না ওই অফিসের কেউই। এতে ভোগান্তির পাশাপাশি হয়রানিও হচ্ছেন তাঁরা।
নাম ও পরিচয় প্রকাশ না করে অফিসের এক কর্মচারী জানান, স্যার না থাকায় মাসের পর মাস ধরে অনেক ফাইল আটকে আছে। গত কয়েক মাসে ভূমিসংক্রান্ত অনেকগুলো মামলারও নিষ্পত্তি হচ্ছে না। জমির নামজারি ও জমাখারিজের তিন-সাড়ে তিন শ আবেদন আটকে আছে দীর্ঘদিন ধরে। এগুলোয় সই না হওয়ায় আবেদনকারীদের হয়রানি হচ্ছে। তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত জাহান জানান, ভূমি অফিসের সকল কাজ ঠিকমতোই হচ্ছে।শূন্যপদ পূরর্ণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।