তাড়াশ

তাড়াশে একুশে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে একুশে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগষ্ট)সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে দলকে নিশ্চিহ্ন করাই ছিল ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ খোন্দকার,নজরুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনে আরা পারভীন লাভলী,সাবেক সাংঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু ও মোজাম্মেল হক মাসুদ,উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, আওয়ামী মহিলা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম সেচ্ছাসেবকলীগের সাধারণ লুৎফুল কবির লিমন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় এমপি আজিজ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজনীতির ইতিহাসের রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল, ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিল খুনি চক্রের। ওইদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা প্রানে বেঁচে যান। সেদিন যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নৃশংস ও নিকৃষ্টতম অধ্যায়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে ভোরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ অন্যান্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।