তাড়াশে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
হাদিউল হৃদয়, তাড়াশ
পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মিলানয়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম, ম, আমদাত হোসেন মিলন। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাই চেয়ারম্যান মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তাসহ তাড়াশ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিগণ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের কর্তব্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এরপর বাংলাদেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।