তাড়াশে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে ৬ নং তাড়াশ সদর ও ৮ নং দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের সভাপত্বিতে ২৯ মে বুধবার বেলা ৪টায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই ইউনিয়নের ২০১৯-২০২০ সালের বাজেট উপস্থাপন করা হয়। উন্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণকারী ইউনিয়নের সহা¯্রাধীক নারী-পুরুষের সমস্যা ও সম্ভাবনাময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। প্রশ্ন-উত্তর পর্ব শেষে ইউনিয়ন পরিষদের সচিব ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের ৮৬ লক্ষ ৫০ হাজার ৬২৬ টাকার বাজেট পেশ করেন। এদিকে দেশিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দস সভাপত্বিতে ইউনিয়ন পরিষদের সচিব ২০১৯-২০২০ অর্থ বছরের ২ কোটি ৬৫ লক্ষ ৫৪ হাজার ২৪০ টাকার বাজেট পেশ করেন।