তাড়াশে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালন
প্রতিনিধি, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট কমিউনিটি ক্লিনিকে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল মান্নান, উপর সিলেট
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমিনা খাতুন, কোষাধ্যক্ষ আব্দুস সোবাহান,
কো-আন্ট সদস্য আব্দুল কাসেম, এমএইচভি আরমান সরকার, হাদিউল ইসলাম, শামীম হোসেন,
হেলেনা খাতুন, নাসরিন খাতুন, বিলকিস খাতুন প্রমূখ।
আলোচনা সভায় সিএইচসিপি আমিনা খাতুন বলেন, সাপের কামড় ব্যক্তি ও তার স্বজনকে
আশ^স্ত করবেন। দংশিত ব্যক্তির প্রাথমিক পরিচর্যার বিষয়ে জনসচেতনতা তৈরি করবেন ও
প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা দিবেন। রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাবেন এবং সঙ্গে আমাকে
রিপোর্ট করবেন।