তাড়াশ

তাড়াশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ

‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে নিয়ে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম, তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মুহাম্মদ আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, প্রমুখ।