তাড়াশে আগাম জাতের ইরি-বোরো ধান কাটা শুরু
লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আগাম জাতের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে।
করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ের কারনে সারাদেশ কঠোর লকডাউন চলছে। এরই মধ্যে আগাম জাতের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে।
সরেজমিনে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর মাঠে আগাম জাতের ইরি- বোরো ধান কাটা দেখতে পাওয়া যাচ্ছে। ২৮ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান। সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছে গত বছরের চেয়ে এবার ইরি -বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে। বেশির ভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণিরা। তবে লকডাউনের কারনে বাজারে ধান বিক্রি করতে সমস্যা হচ্ছে। এতে ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
রোকনপুর গ্রামের কৃষক উজ্জল হোসেন জানান,৭বিঘা জমিতে বোরো ২৮জাতের ধান কেটেছি। ফলন ভাল হয়েছে। তবে বিক্রি করতে পারছিনা। তিনি মনে করেন ভাল দামে বিক্রি করতে পারলে লাভবান হবো।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাসুজামান বলেন, আমার এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকলে থাকায় কৃষকের তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছে।।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা বলেন, চলতি ইরি বোরো মৌসুমে প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকলে থাকায় আগাম জাতের ধানের ফলন ভাল হচ্ছে। করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় কৃষকের ধান বিক্রি করতে কিছুটা সমস্যা হচ্ছো। আশা করছি এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে।