তাড়াশে অবাধে চলছে অতিথি পাখি নিধন
তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন এলাকায় ঝাঁকে ঝাঁকে দেশি ও অতিথি পাখি নিধন হচ্ছে। শৌখিন ও পেশাদার পাখিশিকারিরা বন্দুক, বিষটোপ, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন করছেন। এতে একদিকে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ফসলি জমিতে ক্ষতিকর পোকার আক্রমণ বাড়ছে।
উপজেলার বাসিন্দারা জানান, অল্প পানিতে খাবার সংগ্রহের জন্য প্রচুর দেশি ও অতিথি পাখি আসে। প্রচুর মাছও দেখা যাচ্ছে। ফলে ঝাঁকে ঝাঁকে চখাচখি, পানকৌড়ি, বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বসতে শুরু করেছে। আর এ সুযোগে একশ্রেণির শৌখিন ও পেশাদার পাখিশিকারি বন্দুক, বিষটোপ, কারেন্ট জাল ও ফাঁদ পেতে প্রতিনিয়ত পাখি নিধন করছেন। প্রকাশ্যে এসব পাখি বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। নাম না প্রকাশ করার শর্তে একজন পেশাদার পাখিশিকারি বলেন, বাজারে পাখির প্রচুর চাহিদা রয়েছে। তাই কোনোমতে ধরতে পারলেই বিক্রি করতে সমস্যা হয় না। প্রতি জোড়া সাদা বক ১৫০ থেকে ২০০ টাকা, চখাচখি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।
ফলে বেশি লাভের আসায় অনেকেই মাছ ধরা বাদ দিয়ে পাখি শিকার করছেন। তিনি আরো বলেন, উপজেলার গুল্টা, চৌড়া, মানিকচাপর, বলদীপাড়া, দেশিগ্রাম, গুড়পিপুল, বিনসাড়া এলাকায় সবচেয়ে বেশি পাখি পাওয়া যাচ্ছে ফলে এই এলাকাতে শিকারিদের আনাগোনাও বেশি। আর এলাকাতে প্রশাসনের কোনো লোকজনও তেমন আসেন না। তাড়াশ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মর্জিনা ইসলাম বলেন, পাখিরা শুধু প্রকৃতির শোভা বর্ধন করে না, ভারসাম্যও রক্ষা করে। পোকামাকড় খেয়ে এরা কৃষকের উপকার করে। কিন্তু আইন থাকলেও পাখি নিধন বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেই। এ কারণে দেশ থেকে নানা প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওয়াবদুল্লাহ বলেন, পাখি শিকার জীববৈচিত্র জন্য খুবই ক্ষতিকর এবং দ-নীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্য প্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দ-ের বিধান রয়েছে। পাখি শিকার এবং হাট-বাজারে বিক্রি না হয়, সেজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।