তাড়াশে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম
হাদিউল হৃদয়,তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২০১৮-১৯ অর্থ বছরের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ ইউপি সদস্যদের বিরুদ্ধে অতিদ্ররিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজে লেবার নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার নওগাঁ ইউনিয়নে অতি-দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় (৪০ দিনের কর্মসূচি) তে ৫টি প্রকল্পে ঘুষ নিয়ে ২১৬ জন লেবার নিয়োগ করে উপজেলা প্রকল্প কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বর। এদিকে সাকোদিঘি আঃ মালেকের বাড়ি হইতে আমির হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কর্মসূচির আওতায় মাটি ভরাট কাজের প্রকল্পের সভাপতি ইউপি মুক্তার হোসেন ৩১ জন লেবারের কাছ থেকে ২ হাজার টাকা করে প্রায় ৬২ হাজার টাকা ঘুষ নিয়েছেন এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। আবার ঘুষ দিয়ে কাজ নেওয়ার কথা সাংবাদিক বা কোন কর্মকর্তা কে বললে কাজের বিল দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে শ্রমিকদের। ভুক্তভোগী শ্রমিক বিধবা আছিয়া বেগম কান্নায় জড়িত কণ্ঠে বলেন, আমি টাকা দিয়ে কাজ নিয়েছি এ কথা আপনাদের (সাংবাদিক) বলায় আমার কাজের বিল দিবে না বলে জানিয়েছেন মোক্তার মেম্বার। এ ছাড়াও ওই প্রকল্পের অনেক কয়জন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ২ হাজার টাকা করে দিয়েই কাজ নিতে হয়েছে। প্রকল্পে ৩১ জন লেবারের নাম থাকলেও কাজ করছেন ২৬জন। ঘুষ এবং হুমকি দেওয়ার কথা অস্বীকার করে ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন, আপনাদের যা কিছু জানার চেয়ারম্যানের কাছে থেকে জেনে নিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌপাকিয়া গ্রামের মেম্বার রমিছা খাতুনের প্রকল্পের কাজ পলাশের বাড়ি থেকে শফিকুলের বাড়ি পর্যন্ত করার কথা থাকলেও তিনি অন্য এক জায়গায় টাকার বিনিময়ে কাজ করিয়ে দিচ্ছেন। সেখানেও ৩৩ জন লেবার বরাদ্দ তাকলেও পাওয়া যায় ২৭ জন। প্রতিটি প্রকল্পে শতভাগ লেবার উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রমিছা খাতুন বলেন, লেবার কম থাকলে আপনাদের কি? যারা লেবার কম রাখতে বলেছে তাদের কাছে জবাব দিব। আপনাদের কাছে কেন? স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুনের উদাশিনতায় এমন অনিয়ম চলছে । প্রকল্পগুলোতে অনিয়ম কেন জানতে চাইলে নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, আমি প্রকল্পগুলো মেম্বারদের ভাগ করে দিয়েছি।এ বিষয়ে তারাই ভাল জানে।উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন কে একধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই, বরং বারবার ফোন কেটে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, খুব দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।