তাড়াশের বারুহাস ও মাধাই নগর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা বারুহাস ও মাধাইননগর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৫ই মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ শপথ বাক্য পাঠ করান বারুহাস ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ময়নুল হক ও মাধাইনগর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান।
এর আগে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, ২টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে এক আলোচনা করেন এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক, তাড়াশ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ই ফেব্রুয়ারী ২০২২ইং এ দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।