সিরাজগঞ্জ

তারুণ্যের উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট):

” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ”  ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫  উপলক্ষে  বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার ( ২৬ জানুয়ারি)  শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন সিরাজগঞ্জ,  ও জেলা ক্রীড়া সংস্থা,  সিরাজগঞ্জের আয়োজনে তারুণ্যের উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা ও বনার্ঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনার্ঢ়্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার  পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলামবলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগড়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারাদেশে তারুণ্যের উৎসব- ২০২৫ আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসাবে সিরাজগঞ্জে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন তরুণদের ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


পরে উদ্বোধনী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গনপতিরায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার  পৌর প্রশাসক  কামরুল ইসলাম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা,  জেলা  বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক খ .ম. রকিবুল হাসান রতন,  সাবেক ফুটবল খেলোয়াড় এ কে এম ফরিদুজ্জামান স্ট্যালিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা  তায়কোয়ানডো প্রধান প্রশিক্ষক  মোঃ বাবুল হোসেন, তায়কোয়ানডো ফেডারেশন এক্সিকিউটিভ মেম্বার মোঃ পলাশ মিয়া ও মোঃ মোসলেম মিয়া, জেলা ক্রীড়া সংস্থা অফিস সহকারী মোঃ রেজাউল করিম, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এসময়ে  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ  অতিথিগণ জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল প্রাপ্ত তায়কোয়নডো খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন বাংলাদেশ তায়কোয়ানডো৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী,।
,