তারাশে সড়কের নাম যখন তাল সড়ক..
আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ প্রতিনিধি) :
সিরাজগঞ্জ তারাশে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের ভুইয়াগাতির মর থেকে তারাশ হাসপাতাল পযন্ত ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে শুধু তালগাছ আর তালগাছ এজন্য এ সড়কের নাম তাল সড়ক। শুধু সিরাজগঞ্জ না আশেপাশের কয়েকটি জেলার মধ্যে তাল সড়ক ঐতিহ্য ধারণা করে আছে। ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় গাছ আছে ৫০০০ । তাল সড়কের জন্য তাড়াশের একটি বিশেষ পরিচিতি রয়েছে | সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের ভুঁইয়াগাতী থেকে তাড়াস হাসপাতাল মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার দু ধারে প্রায় ৫ হাজার তালগাছ সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে। এটাই তাড়াশের তাল সড়ক নামে পরিচিত। এই তাল সড়কে তাল গাছ লাগিয়ে চারিদিকে আলোরন স্থাপন করেন আব্দুর রহমান ।এলাকাবাসীর তথ্য মতে আব্দুর রহমান ১৯৭৫ সালে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বর্ষায় এই ইউনিয়নের আওতাধীন এ সড়কটির ভাঙ্গন থেকে রক্ষার জন্য এবং পরিবেশ রক্ষার কথা চিন্তা করে সড়কটির দু পাশে তালগাছ লাগানোর সিদ্ধান্ত নেন।১৯৭৫ সালে ইউনিয়নের হাটবাজারে ডাক ঢোল পিটিয়ে এলাবাসীকে তার কার্যালয়ে তালবীজ জমা দিতে বলে এবং ১ মাস ভিতর সংগ্রহ করা হয় । বর্ষা কালে ২৫ খানা পানশী নৌকা নিয়ে ঢাক-ঢোল বাদ্যযন্তের তালে তালে চেয়ারম্যান নেতৃত্বে এলাকাবাসী ১৪ হাজার তালবীজ সড়কের ২ ধারে রোপন করে।এই বৃক্ষ প্রেমী গাজি আব্দুর রহমান ১৯৭৮ সালে বৃক্ষ রোপনের জন্য সরকারি পুরস্কার পান।