তাড়াশে সিএনজির ধাক্কায় পথচারী নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ৩ চাকার সিএনজির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার দুপুরে তাড়াশ-সলঙ্গা পৌর শহরে সোনাপাতিল এলাকায় এ ঘটাটি ঘটেছে । স্থানীয় সুত্রে জানা গেছে, জাহাঙ্গীরগাতি গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে আবুল হোসেন (৬০) বাড়ি থেকে তাড়াশ বাজারের উদ্দ্যেশে রওনা দিয়ে সোনাপাতিল নামক স্থানে পৌছালে পেছন থেকে আসা একটি ৩ চাকার সিএনজি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবুল সোসেন গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার বিউটি রাজ জানান, সড়ক দুঘর্টনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনার খবর আমরা এখনও পাইনি।