তাড়াশ

তাড়া‌শে শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

‌সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯ তম জন্মদিন পালিত হ‌য়ে‌ছে। 

বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার বি‌নোদপুরে বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব আই‌ডিয়াল ক‌লেজের হল রু‌মে আলোচনাসভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব আই‌ডিয়াল ক‌লেজর প্র‌তিষ্ঠাতা সদস্য স‌চিব ও বারুহাস  ইউ‌পি চেয়ারম্যান মোঃ মোক্তার হো‌সেন, বারুহাস ইউ‌নিয়ন স‌চিব হেলাল উ‌দ্দিন, উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি (ভারপ্রাপ্ত) মোঃ মহসীন আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ, সদস্য হা‌দিউল হৃদয়, ইউ‌পি সদস্য ফ‌রিদুল ইসলাম, ক‌লে‌জের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং ভি‌জিএফ কার্ডধারী ১৫৬৫ জন।