তাড়াশ

তাড়া‌শে শিক্ষার্থী‌দের মা‌ঝে টি‌ফিন বক্স বিতারণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ‌ের তাড়াশ পৌর শহরের উ‌লিপুর পাচন দা‌খিল মাদ্রাসার দ‌রিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। র‌বিবার (২২ সেপ্ট‌েম্বর) সকা‌লে তাড়াশ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজ সরকা‌রের ব্যক্তিগত উদ্যোগে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উলিপুর পাচান দা‌খিল মাদ্রাসার সভাপ‌তি ম‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ, সহ সুপার আইয়ুব আলী, শিক্ষক ম‌নিরুজ্জামান, আ‌মিরুল ইসলাম, মোঃ আক্তার হো‌সেন, মোছাঃ মাহমুদা খাতুন, ফা‌তেমা হে‌লেন, তাড়াশ ডি‌গ্রি ক‌লে‌জ শাখার ছাত্রলী‌গের সভাপ‌তি রু‌বেল আহ‌মেদ প্রমূখ।