তাড়াশ

তাড়া‌শে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগ‌ঞ্জের তাড়াশে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তাড়াশ পৌর প্রশাসক ও উপ‌জেলা নিবার্হী অ‌ফিসার ইফফাত জাহান। শুক্রবার (২০ মার্চ) সকালে তাড়াশ পৌরসভার উদ্যোগে পৌরশহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট তুলে দেন তিনি।

এসময় আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। সচেতন থাকলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব বলে জানান তিনি। তিনি পৌর বাজার এলাকার বিভিন্ন স্থানে জনগনের হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ট্যাব স্থাপন করবেন বলে জানান। এছাড়াও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন প্রমুখ।