তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে আট লাখ টাকার ঔষধ গায়েব ঘটনায় তদন্ত শুরু
লুৎফর রহমান তাড়াশ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় আট লাখ টাকা মূল্যমানের ঔষধ গায়েবের ঘটনায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তফা মঈন উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বেলা ২ টার দিকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের হল রুমে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
কমিটির অপর দুই সদস্য হলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম ও সিরাজগঞ্জ বক্ষ ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. ফারহান ইমতিয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহকারী পরিসংখ্যান মো. হুমায়ুন কবির ।
এ সময় তদন্ত কমিটির সদস্যরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. মোনোয়ার হোসেন, আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল হাসান,ষ্টোরকিপার (ভান্ডার রক্ষক) মো.শাহাদৎ হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিয়োগকৃত ঔষধ অনুসন্ধান কমিটির প্রধান ডা. জহুরুল ইসলাম তালুকদারের সাথে পৃথক পৃথক ভাবে কথা বলেন।
তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফা মঈন উদ্দিন তদন্ত সংক্রান্ত বিষয়ে স্থানীয় গণমাধ্যাম কর্মীদের জানান, আজকেই (বৃহস্পতিবার) তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং আমরা আজকেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন সিভিল সার্জন অফিসে জমা আপনারা বিস্তারিত জানতে পারবেন।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২১-২২ অর্থ বছরে হাসপাতালের জন্য ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ, তুলা ও আসবাবপত্র সরবরাহের জন্য ৪৩ লাখ টাকার কার্যাদেশ পায় চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সে মোতাবেক ওই চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মালামাল সরবরাহ করে যথারীতি বিল উত্তোলন করেন। যার মাঝে আমেনা ট্রেডার্স ও এ,এ এন্টারপ্রাইজ কর্তৃক সরবরাহকৃত মন্টিলুকাস্ট গ্রæপের ৫২ হাজার পাঁচ শ ৮৪ পিস ঔষধ হাসপাতালের ষ্টোর থেকে গায়েব হয়ে যায়। যায় বাজার মূল্য এখন প্রায় আট লাখ ৩২ হাজার টাকার মত।
আর সম্প্রতিক সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরটি নতুন ভবন থেকে পুরাতন ভবনে স্থানান্তরিত হলে, সেখানে পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনোয়ার হোসেন। সে সময় তাঁর নজরে আসে ওই আট টাকা মূল্য মানের ঔষুধ গায়েবের ঘটনা।
আর ঔষধ গায়েবের ঘটনাটি নিশ্চিত হওয়ার পরপরই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনোয়ার হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. জহুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি গায়েবি ঔষধ অনুসন্ধান কমিটি গঠন করেন। আর ওই অনুসন্ধান কমিটির প্রধান ডা. জহুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে অনুসন্ধান কমিটি অনুসন্ধান করতে গিয়ে, ঔষুধের হাল নাগাদ প্রতিবেদনে ঘটনার সত্যতা খুঁজে পান।
যা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে ২৯ ডিসেম্বর সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় ঘটনার তদন্তে সিরাজগঞ্জ জেলা সহকারী সিভিল সার্জন ডা. মোস্তফা মঈন উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। যে কমিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
অবশ্য স্থানীয়দের অভিযোগ শুধু ঔষধ গায়েবি নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা অনিয়মে ও দূর্নীতি ভরে গেছে।
ঔষধ চুরির ঘটনায় উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ আলোচনা করলে উপজেলা নিবার্হী কর্মকর্তা তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ 29.12.22