তাড়াশে হাটে গিয়ে কৃষকের ধান কিনলেন ইউএনও
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে হাটে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান। বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩টা থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ হাটে ২৬ টাকা কেজি দরে ১৭ জন কার্ডধারী কৃষকের কাছে থেকে ১৭ মেট্রিক টন ধান কিনেন তিনি। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পেরে এসময় সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওবায়দ্দুল্লা’র, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা এলএজডি কর্মকর্তা ফরিদুল প্রমূখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা থেকে এ বছর মোট ৫৫০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যার প্রতি কেজি মূল্য ২৬ টাকা দরে ১০৪০ টাকা মণ দেওয়া হবে কৃষকদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, একজন কৃষক সর্বোচ্চ ২৫ মন বা ১ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারছেন। কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর পরেও ন্যায্য দাম পান না কৃষকরা। এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যেন সুযোগ নিতে না পারে। কৃষকের দুর্ভোগ লাঘবে হাটে হাটে গিয়ে ধান কেনা হবে বলেও জানিয়েছেন।