তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় মেলেনি
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রশিদ (৩৫) নামে পরিচয়হীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে সে তার নিজের নাম রশিদ পিতার নাম সবের আলী ঠিকানা ব্রা²ণবাড়ীয়া সদর ছাড়া আর কিছু বলতে পারেনি। বিষয়টি নিশ্রিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন।
হাসাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকার সময় তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের আব্দুস সালাম ও ফজলুল হক নামের দু’জন অটোরিক্স্রা চালক দু’পা ভাঙ্গা আহত অবস্থায় আব্দুর রশিদ নামে একজনকে জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করে রেখে যায়। ভতির্র কিছু সময় পর তার মৃত্য হয়। বেলা দু’ ঘটিকা পর্যন্ত মৃত ব্যক্তির কোন স্বজনদের খোঁজ- খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে কোন ট্রাক শ্রমিক, সড়ক দূর্ঘটনায় মাথা, বুকে আঘাত প্রাপ্ত হয় এবং দু’ পা ভেঙ্গে মারাত্মক ভাবে আহত হয়।
এ বিষয়ে তাড়াশ থানা ওসি ফজলে আশিক বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পেরণ করা হবে। তার পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজ- খবরের চেষ্টা চলছে।