তাড়াশে শীষ ব্লাস্ট রোগে দিশেহারা কৃষক
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে কয়েকটি ইউনিয়নে বোরো ধানে শীষ ব্লাস্ট রোগের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। প্রতিকুল আবহাওয়ায় রোগটি ছড়িয়ে পড়ায় দিশেহারা কৃষক। এই রোগের প্রভাবে ধানের শীষে কালচে বাদামি দাগ তৈরী হয় পরবর্তীতে আক্রান্ত শীষের গোড়া পচে যাওয়ায় গাছের খাবার শীষে যেতে পারে না, ফলে শীষ শুকিয়ে দানা চিটা হয়ে যায়। কৃষকরা বলছেন, এক বিঘা জমির শতকরা ৬৫-৮০ ভাগ ধানের শীষ চিটা হয়ে যাচ্ছে। কৃষকরা কোন ধরনের প্রতিকার না পেয়ে, ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এ বছর ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জমিতে শীষ ব্লাস্ট রোগের আক্রমণ সহজে সনাক্ত করা যায় না। সাধারণভাবে যখন জমিতে এই রোগের উপস্থিতি সনাক্ত করা হয়, তখন জমির ফসলের ব্যপক ক্ষতি হয়ে যায়। সে সময় ছত্রাকনাশক প্রয়োগ করলেও কার্যকরভাবে রোগ দমন করা সম্ভব হয় না। তাই কৃষকদের আগাম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন তারা।
১৮ (এপ্রিল) রবিবার সরেজমিনে উপজেলার তালম,বারুহাস,মাধাইনগর,দেশিগ্রাম ইউনিয়ন সহ পৌর এলাকার বিভিন্ন গ্রামে ধানের জমিতে এই রোগের সংক্রমণ দেখা যায়। তালম ইউনিয়নের চৌড়া গ্রামের কৃষক মিজানুর রহমান জানান,আমার ৭ বিঘা জমিতে প্রায় ৫০ শতাংশ ধানের শীষ চিটা হয়েছে। বাকি ধানগুলোও প্রতিকারের অভাবে শুকিয়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করে কোনও লাভ হয়নি। একই উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, এবার তার তিন বিঘা ধানের (ব্রি ধান-২৮) জমিতে শীষ ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।
এ ছাড়াও আশেপাশের জমিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই রোগ। তিনি বলেন, প্রতিবার প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়েছি। নেক বøাস্ট রোগ ছড়িয়ে পড়ায় গ্রামে গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পৌর এলাকার আসানবাড়ী গ্রামের কৃষক শাহাআলম জানান ইরি বোরো মৌসুমে ৬০ বিঘা জমিতে ব্রি ধান-২৮সহ বিভিন্ন জাতের চাষ করেছি। কিন্তু ধান পেকে যাওয়ার আগ মুহূর্তে ধানের শীষ চিটা হচ্ছে। এতে ব্যাপক লোকশান গুনতে হবে। করোনায় কর্মহীন হয়ে ঘরে বসে থেকে যা জমানো ছিল তাও শেষ। জমির ধানও শেষ। এখন কিভাবে পরিবার চালাবো তা নিয়ে দিশেহারা।
মাধাইনগড় ইউনিয়নের ওয়াশিন গ্রামের কৃষক আবু হাসান জানান নেক বøাস্টের আক্রমণে দিশেহারা এবার ৫ বিঘা জমিতে ধান (ব্রি ধান-২৮) লাগিয়েছেন। প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ভাল হয়েছে। কিন্তু ধান পাকার আগেই (দুধ আসার আগে) শীষ শুকিয়ে চিটা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক স্প্রে করেও কোনও ফল পাইনি। এতে শতকরা ৭০ ভাগ শীষ সাদা চিটা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা বলেন ,শীষ ব্লাস্ট রোগে প্রাথমিক অবস্থায় জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে পারলে এ রোগের ব্যাপকতা অনেকংশে হ্রাস পাবে।