তাড়াশ

তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াতের ফ্রী চিকিৎসা সেবা প্রদান

লুৎফর রহমান, তাড়াশঃ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন
উপজেলার ৪৬ টি মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসারা সাধারণ রোগীদের সেবা প্রদান করেন, পাশাপাশি অসহায় রোগীদের জামায়াতের পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বিভিন্ন ধরণের ওষুধ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন দুস্থ ও অসহায় জনসাধারণ উপস্থিত হয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসদের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

তাড়াশ উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার জানান, পূজা উপলক্ষে এবারই প্রথমবার তাড়াশে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম  করা হয়েছে আর এই ধরণের মানবিক কার্যক্রমে অসুস্থ রোগীরা কিছুটা হলেও বিনামুল্যে সেবা পাচ্ছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমন মানবিক আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা ।