তাড়াশ

তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণ কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং

 

লুৎফর রহমান, তাড়াশঃ

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার,
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ও সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আশ্রয়ণ প্রকল্প কার্যক্রম পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ত্বাবধানে।
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল ২০২২রোজ মঙ্গলবার সকাল ১১টার সময় তৃতীয় পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।

উক্ত অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে তাড়াশ উপজেলায় তৃতীয় পর্যায়ে তালিকাভুক্ত ৪৫ টি ।এর মধ্যে তালম ইউনিয়নে ৪টি তাড়াশ সদর ইউনিয়নে ২টি মাধাইনগর ইউনিয়ন ১১ টি ও দেশীগ্রাম ইউনিয়নে ২১ ভূমিহীন পরিবারের মাঝে জমি হস্তান্তর করা হবে।