তাড়াশ

তাড়াশে প্রাণী সম্পদ প্রদর্শনী

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল আলম প্রমূখ।