তাড়াশে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত – ৩
তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থান ও ৮ নম্বর ব্রিজে এলাকায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আব্দুল মাজেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজশাহীগামী পত্রিকা বাহী লেগুনা ও ডাল বোঝাই ট্রাককে পাথর বোঝাই ট্রাক পিছন দিক থেকে চাপা দেয়। এ সময় পত্রিকা বাহী গাড়ীতে বসে থাকা ঔষধ কোম্পানির সেলসম্যান শামীম হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। সে উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়ার মো: ছলিমুদ্দিনের ছেলে। এদিকে প্রত্রিকাবাহী গাড়ীর চালক সলংগা থানার চড়িয়াশিকার আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম(৪৪)চিকিৎসাধীনঅবস্থায় মারা যান। অপর দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৮ নম্বর ব্রিজের প¦ার্শে মাছের নছিমনকে সাইড দিতে গিয়ে ট্রাক ও জননী পার্সেলের কার্ভাড ভ্যান মুখো-মুখি সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনা স্থলে মারা যান। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো: শাহজাহান আলী বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরিচয় সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।