তাড়াশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক গণ জবাবদিহিমুলক সভা অনুষ্ঠিত।
তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাড়াশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক গণ জবাবদিহিতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের সভাপতি সোহাগ বড়াইকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফা্ত জাহান। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, সহযোগী বেসরকারি উন্নয়ন সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা প্রমুখ।