তাড়াশে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে মধ্যে দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
16 ডিসেম্বর শুক্রবার সূর্য্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বণীর মাধ্যমে মহান বিজয় দিবস ২০২২ এর শুভ সূচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলার প্রশাসনের আয়োজনে তাড়াশ হেলিপ্যাড মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার ও সাধারণ সম্পাদক সনজিত কর্মকার ।
এ সময় পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াচ ও ক্রীড়া প্রতিযোগিতা অংশ করে।
বিজয় দিবস উপলক্ষে মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং হাসপাতাল ও জেল খানায় উন্নত মানের খাবার দেওয়া হয়।
অপরদিকে উপজেলা আ.লীগের উদ্যোগে সকাল সাড়ে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহেদ সঞ্জিত কর্মকার। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মুক্তা , উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।