তাড়াশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আহত ৮
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ সহ আহত হয়েছে ৮জন। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম আহম্মেদ আকাশ, ছাত্রলীগ নেতা সৌরভ, রাসেল, সালমান, আকাশ. সাগর, শুভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধায় মহল্লার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একই এলাকার মোঃ আব্দুল হাই,আলভি, ফকরুল, শামীম, পলাশ, মিন্টু, সাদ্দাম, টনি গংরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ আকাশের উপর হামলা চালায়।
এসময় উপস্থিত অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তাড়াশ পৌর সদরে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীমের বড়ভাই সোহেল রানা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইন চার্জ (ওসি) ফজলে আশিক জানান, তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো আব্দুল হাই,পলাশ, আলভী,তাদের জেল হাজতে পেরণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
অপর দিকে রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানবন্ধনে বক্তরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ আকাশসহ সকল নেতৃবৃন্দের উপর বর্বচিত হামলার বিচার দাবী করেন।সেই সঙ্গে সকল আসামীদের আটকের দাবী জানান।