তাড়াশে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাহাত খান রুবেল কে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ।
উল্লেখ্য গত শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যার পর তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী নামক স্থানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৯৯৯-এর ফোন পেয়ে রুবেলকে আটক তাড়াশ থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের তিন যুবক তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ে খেয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল।বেড়খালী নামক স্থানে পৌঁছানোর পর রুবেল তাদের মোটরসাইকেল আটক করে নিজেকে তাড়াশ থানার (এসআই) রুবেল হিসেবে পরিচয় দেয়। সে সময় বলেন আমি এসআই রুবেল। তোমাদের কাছে মাদক আছে। হয় আমার সঙ্গে থানায় চল না হয় দশ হাজার টাকা দে এই বলেই তিনি মোটরসাইকেলের চাবি নিয়ে নেন।
এ সময় মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে টাকা নেই জানিয়ে বাড়িতে ফোন করার আনার কথা বলে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ও রাহাত খান রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নাটোর জেলার সিংড়া উপজেলার রামনন্দা খাজুরা ইউনিয়নের শ্রী গিরেন উড়াও এর ছেলে পরিতোষ উড়াও বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার সুবাদে রুবেলকে সিরাজগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এরই প্রেক্ষিতে ৭(আগষ্ট) রবিবার বিকেলে উপজেলা যুবলীগের জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।