তাড়াশ

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আজিজ এমপি প্রধান অতিথি হিসাবে ২০২০-২০২১ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য জেলা ব্যতিত) শীর্ষক কর্মসচির আওতায় এসব সামগ্রী বিতরণ করেন।

শনিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম।

অনুষ্ঠানে ৫লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ও প্রদান করা হয় ২২৩ জন শিক্ষার্থীও মাঝে।এর মধ্যে মাধ্যমিকের ৯৮ জনকে ও প্রাথমিকের ১২৫ জনকে । অপর দিকে স্কুল ব্যাগসহ এক লাখ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ৫৬ জন শিক্ষার্থীর মাঝে। মাধ্যমিকের ৩০ জনকে ও প্রাথমিকে ২৬ জনকে।