তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে ২০২২-২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফশী আমন ধান উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১’হাজার ৭’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
তাড়াশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
সোমবার ১২ জুন তাড়াশ উপজেলা কৃষি অফিসের হতে উক্ত বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ , সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ- তাড়াশ, সলংগা ‘) জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব সরকার। কৃষিতে তিনিই আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বিপ্লব ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের কৃষক- কৃষাণীদের উৎসাহ দিচ্ছেন, দিচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা। তাই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে হবে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম।
স্বাগত বক্তব্যে রাখেন, তাড়াশ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আলমামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোছাঃ মর্জিনা ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম, মোঃ হাবিলুর রহমান প্রমুখ।
এসময়ে তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিদ মোঃ আব্দুল মোমিন সহ অন্যান্য কর্মকর্তারা, সকল সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।