তাড়াশে এমপি আজিজের দুই হাজার কম্বল বিতরন
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বিনোদনপুর খেলার মাঠে শীতবস্ত্র কম্বল বিতরন করেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ- রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা . মোঃ আব্দুল আজিজ ।
৩রা ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার বিনোদপুর খেলার মাঠে দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ- রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা . মোঃ আব্দুল আজিজ ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু, মোজাম্মেল হক মাসুদ, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, সগুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাকি,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, জহির উদ্দিন বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, নওগাঁ ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার,দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সুলতান মাহমুদ ইউপি সদস্য রাজিব সরকার রাজু, মজনু মিয়া প্রমুখ।
বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্নু সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের মাসুদ রানা
কম্বল পেয়ে ৮০ বছরের বৃদ্ধ হায়দার আলী জানান, এই শীতে আমি খুব কষ্ট করেছি। আমাদের দেখার কেউ নেই এমপি সাহেব আমাকে একটি কম্বল দিয়েছে আমি তার জন্য দোয়া করি সে যেন আগামীতে এমপি হতে পারে।
বিধবা জরিনা বেওয়া কম্বল পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাদের দেখার কেউ নেই। শীতে খুব কষ্ট করেছি এমপি সাহেব আমাকে কম্বল দিয়েছে। আল্লাহ তাঁর ভালো করুক।
এমপি আজিজ জনতার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-অসহায় মানুষদের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ।তিনি অসহায় মানুষদের শীর্ষ
মৌসুমে দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন ।প্রতি বছরের ন্যায় আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি।