তাড়াশে অগ্নিকান্ডে বিদ্যালয়ের পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে মূল্যবান কাগজপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার বিকালে গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আলী আহম্মেদ।
প্রধান শিক্ষক এবং স্থানীযরা জানান, বিকালে চারটার দিকে গুল্টা বাজার উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারীগন তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে বিকাল পাঁচটার দিকে বিদ্যালয়ে নতুন ভবনে অবস্থিত অফিস কক্ষ থেকে ধোয়া ও আগুনের কুন্ডলী দেখতে পেয়ে লোকজন প্রধান শিক্ষককে খবর দেন। খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছুটে আসেন ও ভবনের গেটের তালা খুলে দেন। পরে লোকজন অফিস কক্ষে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। আর এরই মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা একটি ফ্রিজ, একটি ফটোকপি মেশিন, দুটি আলমিরাতে রাখা মূল্যবান কাগজপত্র, সোপাসেট, চেয়ার, টেবিলসহ প্রায় ছয় লাখ টাকা মূল্যের জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ প্রসঙ্গে গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আহম্মেদ জানান, অফিস কক্ষে রাখা ফ্রিজের বৈদুত্যিক লাইন থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।