তাড়াশের বারুহাস-রানীরহাট সড়ক সংস্কারের ফলে ৩ লাখ মানুষের জনদুর্ভোগ থেকে রক্ষা।
তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাড়াশে ব্যস্ততম বারুহাঁস-রানীরহাট সড়ক সংস্কারের ফলে তিনটি উপজেলার তিন লাখ মানুষ জনদুর্ভোগ থেকে রক্ষা পাবেন। স্থানীয়রা জানান, ওই সড়ক সংস্কার কাজ শেষ হলে সিরাজগঞ্জের তাড়াশ-নাটোরের সিংড়া ও বগুড়ার শেরপুর উপজেলার এ অঞ্চলের বসবাস করা তিন লক্ষাধিক লোক উপকৃত হবেন। জানা গেছে, তাড়াশসহ তিনটি উপজেলায় চলাচল করা মানুষের জনগুরুত্বপূর্ণ বারুহাঁস-রানীরহাট পাকা সড়ক দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা বিরাজ করছিল। সংস্কার কাজ না হওয়ায় ওই এলাকার কৃষি পণ্য, ফসল, ব্যবসায় বাণিজ্যের জন্য এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি তাড়াশ উপজেলা প্রকৌশল বিভাগ বারুহাঁস থেকে রানীরহাট পর্যন্ত তিন কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮.০৮ কি: মি: সড়কটির পাকাকরণের সংস্কার কাজ শুরু করা হয়। তালম গ্রামের কৃষক শরাফত আলী জানান, দীর্ঘ দিন সড়কটির সংস্কার না হওয়ায় ফসল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে এ সড়কে গাড়ি চলাচল না করায় তাদের কষ্ট করতে হতো। সরেজমিন ওই আঞ্চলিক সড়ক ঘুরে গেছে, বর্তমানে সংস্কার কাজের ৭০ শতাংশ ইতোমধ্যেই শেষ হয়েছে। তাড়াশ উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কাজের তদারকি করছেন। তাড়াশ উপজেলা প্রকৌশলী আহম্মেদ আলী জানান, তাড়াশের বারুহাঁস-রানীরহাট আঞ্চলিক সড়ক সংস্কার এগিয়ে চলছে। আশাকরি এপ্রিলের মাঝামাঝি সংস্কার কাজ শেষ হলে ওই এলাকায় লোকজন উপকৃত হবেন।