সারাদেশ

তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সরিষাবাড়ীতে ইউএনও কে বিদায়ী সংর্বধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, তৌকির আহাম্মেদ হাসু :

জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কে বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিদায়ী সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে কে ফুলের তোডা দিয়ে সংর্বধনা জানান নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা।

এ সময় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কামরুন নাহার,উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) এম এ গনি, সরিষাবাড়ী গভঃ গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান,এ্যাড.মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভ’ইয়া,সাধারন সম্পাদক আব্দুল হক গুদু,ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন,মনছুর আলী খান,আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, প্যানেল মেয়র মোহাম্মদ আলী,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নবতান পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি,সাংগঠনিক মাহমুদুল হাসান দুখু,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা জানান।সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন,জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।