তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাস জনিত রোগ(কোভিড-১৯)এর বিস্তার রোধ কল্পে সরকারী বিধি-নিষেধ আরোপ করায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে আজ রবিবার বিকেলে পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী হিসেবে,প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, আলু, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু,সদস্য ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সামিউল খান,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি পিংনা ইউপি চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন,জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা,ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নিরব প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
