তথ্য পেয়েই অন্য জেলায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো “স্বপ্নজয়”
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
বার কোনও একটা মাধ্যমে উড়ো ভাবে স্বপ্নজয় বাংলাদেশ এর কাছে খাদ্যহীন ভাবে আছে ২টি পরিবার এমন খবরের প্রেক্ষিতে সেখানেই খাদ্যসামগ্রী পৌঁছে দিলো এই স্বেচ্ছাসেবী সংগঠন টি। সিরাজগঞ্জ থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন টি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত একটি এলাকায়। রবিবার (১২ এপ্রিল) বিকালে স্বপ্নজয় এর পক্ষে এগুলো পৌঁছে দেন সংগঠন এর সাধারণ সম্পাদক শুভ কুমার ঘোষ ও স্বেচ্ছাসেবী তাপস কুমার ঘোষ।
স্বপ্নজয় বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে ৪টা পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার জন্য ফেইসবুকে সাহায্যের আবেদন জানানো হয়। তার মধ্যে ২টা পরিবারকে দেয়াটা বেশি জরুরি ছিল বলেও জানানো হয়। সৃষ্টি কর্তার অশেষ ইচ্ছায় কয়েকজন মানবিক মানুষ এর সহযোগিতায় আজ সেই দুইটি পরিবারকে চাল, ডাল, আটা, আলু, তেল, লবন, পিয়াজ, মরিচ, সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। সংগঠন এর পক্ষ থেকে জানা গেছে তথ্য যাচাই-বাছাই ও সঙ্গে গিয়ে সার্বিক সহযোগিতা করেছেন সাপ্তাহিক চলনবিলের আলো ও অনলাইন নিউজ পোর্টাল চলনবিলের আলো ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং হান্ডিয়াল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি। স্বপ্নজয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় তার প্রতি ও। তারা আরও জানান, আপনাদের সবার সার্বিক সহযোগিতায় স্বপ্নজয় বাংলাদেশ এবার সিরাজগঞ্জের সীমানা পেড়িয়ে পাবনার বুকে বিচরণ করলো। আমরা এভাবেই একদিন সারাদেশে ভালো কিছু ও মানবতার বার্তা নিয়ে পৌছে যাবো এটাই প্রত্যাশা।