ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির শংকা দূর হলো সুজন মিয়ার
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর মেধাবী শিক্ষার্থী সুজন মিয়া।টাকার অভাবে তাঁর ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল পরিবারটি।শেষ পর্যন্ত সেই দুশ্চিন্তা দূর হয়েছে।গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাঁর কার্যালয়ে সুজন মিয়ার হাতে ভর্তির জন্য ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে,উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামের দিনমজুর মোলায়েম হোসেনের ছেলে সুজন মিয়া। তাঁর দুই ছেলেমেয়ে। মেয়ে স্কুলে পড়ে। সুজন মিয়া ২০১৭ সালে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়। ২০১৯ সালে সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি ব্যবসা বানিজ্য শাখা থেকে জিপিএ-৫ পায়।
মেধাবী সুজন মিয়া ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে গ ইউনিটে গত ১৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা দেন। ২৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।ভর্তি পরীক্ষায় সুজন মিয়া ৬৬২ মেধা তালিকা অর্জণ করেন। এরপর সুজন মিয়া ও তাঁর পরিবার টাকার অভাবে তাঁর ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ে। সুজন ও তাঁর পরিবার সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ মেধাবীদের আর্থিক সহায়তা করেন জানতে পারেন।শেষ পর্যন্ত সুজন মিয়ার ভর্তির সেই দুশ্চিন্তা দূর হল। শিহাব উদ্দিন আহমদের কাছে সুজন মিয়া ও তাঁর পরিবার ভর্তির জন্য কথা বলেন।ইউএনও সুজন মিয়াকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির আশ্বাস দেন।
গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী সুজন মিয়ার হাতে ভর্তির জন্য ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শিহাব উদ্দিন আহমদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে এ অনুদান তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান,ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদল,সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমাজ সেবক রাজু মিয়া প্রমুখ।পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান,সুজন মিয়ার ভর্তির জন্য উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।