ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল প্রায় ৩ ঘন্টা ধরে বন্ধ রয়েছে ।
রবিবার বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পার হয়ে উল্লাপাড়া- মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে যায় । এ সময় ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হায়দার আলী জানান বিকল ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আসছে । বিকল্প ব্যবস্থায় বেলা আড়াইটার সময় ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মোহনপুর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালে ওই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন নিয়ে আসা হয়েছে । আর এক ঘন্টার মধ্যেই ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল শুরু হবে । রিলিফ ট্রেন এসে বিকল ট্রেনটির বগিসহ নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে ।