ড. হোসেন মনসুর আ”লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন
লুৎফর রহমান, তাড়াশ:
বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় “বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান” নির্বাচিত হলেন চলনবিলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মো. হোসেন মনসুর । ২২জানুয়ারি রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি সংগঠনের গঠনতন্ত্রের ২৫/০২ অনুচ্ছেদ অনুযায়ী অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় উপ কমিটির সমূহের চেয়ারম্যান ও কো চেয়ারম্যান মনোনয়ন প্রদান করেছেন। সেই মোতাবেক তাড়াশের কৃতি সন্তান অধ্যাপক ডঃ হোসেন মনসুর কে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় “বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান” নির্বাচিত করছেন। ডঃ হোসেন মনসুর তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের দুর্গম কুশাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ছিলেন। ড.হোসেন মুনসুরকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় “বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান” নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ।