ড্রাইভারকে কুপিয়ে জখমের কারনে শাহজাদপুর ও পাবনার মধ্যে বাস চলাচল বন্ধ
আবির হোসাইন শাহিন .নিজস্ব সংবাদদাতা :
মারপিটের জের ধরে শাহজাদপুরের সাথে পাবনার বাস চলাচল বন্ধ রয়েছে । এতে ভোগান্তিতে পরেছে হাজারো বাসযাত্রী । জানা গেছে, ঢাকার সাথে বাস চলাচল নিয়ে শাহজাদপুর ও পাবনা মটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দন্দ্বের জের ধরে মারপিটের ঘটনা ঘটে । এতে শাহজাদপুর ট্রাভেলস এর কোচ চালক সাগর (৪০ ) গুরুতর আহত হয় । সুষ্ঠ বিচারের দাবীতে শাহজাদপুরের বাস শ্রমিকরা গত শুক্রবার থেকে পাবনার সাথে শাহজাদপুরের বাস চলাচল বন্ধ করে দেয়। জানা গেছে , সিরাজগঞ্জের শাহজাদপুরের – শাহজাদপুর ট্রাভেলসের’ গাড়ির সাথে ও পাবনার তিতাস গাড়ির চেইন নিয়ে দন্দ্বের সৃস্টি হয় ।এর জের ধরে গত বুধবার শাহজাদপুর ট্রাভেলসের ড্রাইভার সাগর (৪০)কে পাবনার তিতাস গাড়ির শ্রমিকরা বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। ওইদিন তাকে আশংকা জনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সুষ্ঠ বিচার না পেয়ে শাহজাদপুরের মটর শ্রমিকরা গতকাল শুক্রবার পাবনার সাথে শাহজাদপুর বাস চলাচল বন্ধ করে দেয় । শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, পাবনা তিতাস গাড়ির মালিক প্রভাব খাটিয়ে গুন্ডাবাহিনী দিয়ে জোর করে রাজধানী ঢাকায় গাড়ি চালিয়ে আসছে । এর প্রতিবাদ করায় গত বুধবার পাবনাতে শাহজাদপুর ট্রাভেলসের ড্রাইভার সাগরকে পিটিয়ে তিতাস গাড়ির লোকজন গুরুতর জখম করে। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান , শাহজাদপুরের শ্রমিকরা এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় । এদিকে শনিবার শাহজাদপুরের মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবী করা হয় ঘটনার সুষ্ঠ বিচার করা না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এদিকে শাহজাদপুরের সাথে পাবনার বাস চলাচল বন্ধ থাকায় যশোর খুলনা সহ দক্ষিণা লের বাস যাত্রীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। শাহজাদপুরের বাস শ্রমিকরা এই ঘটনার বিচার চেয়ে গত শুক্রবারও বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে খন্ড খন্ড মিছিল বের করে।