ডেঙ্গু জ্বর প্রতিরোধে বেলকুচি পৌরসভায় গণসংযোগ ও লিফলেট বিতরন করলেন আরিফুল ইসলাম সোহেল
আবির হোসাইন শাহিন :
ডেঙ্গু জ্বর প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে,বেলকুচি পৌরসভা জামায়াতের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল সোমবার,বেলকুচি উপজেলার হেডকোয়াটার : মুকুন্দগাঁতী মার্কেট,সিএনজি শ্টেশন ও বাসষ্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন;সদ্য বিদায়ী বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান(প্যানেল-০১)বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী আরিফুল ইসলাম সোহেল ।
এ সময় অন্যান্যোর মাঝে আরও উপস্থিত ছিলেন;বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য সাইদুর ইসলাম মোতাহার,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রহিম,উপজেলা শিবির সভাপতি হাফেজ আব্দুর রহিম,জামায়াত নেতা মাওঃ বাহাউদ্দিন মোল্লা,আব্দুর রহমান,মজনু মিয়াসহ বেলকুচি উপজেলা ও পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরিফুল ইসলাম সোহেল, জামায়াত মানবতার মুক্তি ও কল্যানকামী সংগঠন দাবী করে সরকারের পাশাপাশি সমাজের সকলস্থরের ব্যক্তিদেরকে মানবতার কল্যাণে মানবিকতা নিয়ে সম্মেলিত ভাবে ডেংগু মোকাবেলা ও নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার ও জনসচেতনতা বৃদ্ধি’র জন্য ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান ।