ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক ।
চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
৮ই আগস্ট সকাল ১০ ঘটিকায় চৌহালী উপজেলা হলরুমে চৌহালী উপজেলা নির্বাহি অফিসার আবু তাহির এর সভাপতিত্বে, উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা জনাবা তামান্না হকের পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে আমন্ত্রিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শামীম জাহিদ তালুকদার, উপজেলা তথ্য সেবা সহকারী মোছাঃ শারমিন আক্তার, উপজেলা তথ্য সেবা সহকারী মোছাঃ আওলিয়া ইয়াসমিন সহ সাংবাদিকবৃন্দ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার জনাব আবু তাহির বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন।