ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাড়াশের চার সাংবাদিক খালাস
লুৎফর রহমান তাড়াশ:
(১৯ সেপ্টেম্বর) সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদেরকে নির্দোষীতে খালাস প্রদান করেন ।
খালাসপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক আজকের পত্রিকার তাড়াশ প্রতিনিধি ও তাড়াশ প্রেস ক্লাবের সদস্য রফিকুল ইসলাম (৪৮) ও দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি কবি হাদিউল হৃদয় (২৭) আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা সোহাগ (২৭), সকালের সময় পত্রিকার প্রতিনিধি মহসীন আলী (৪৬) খালাস প্রাপ্তরা সবাই সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার স্থানীয় বাসিন্দা ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাড়াশ থানার গেটের সামনে জনৈক্য এক নারীর সাথে গোলাম মোস্তফা জনতার হাতে আটক হলে এলাকাবাসী গণধোলাই দেয়। এ ঘটনায় নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে গোলাম মােস্তফা ওই চার সাংবাদিকের নামে প্রথমে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। পরে রাজশাহীতে মামলাটি স্থানান্তর হলে দীর্ঘ শুনানির পর বিচার কার্য শেষে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।