ডাঃ আব্দুল আজিজের সংবাদ সম্মেলন
আব্দুল কুদ্দুস তালুকদার:
আজ বৃহস্পতিবার ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাবে সিরাজগঞ্জ- ৩, রায়গঞ্জ- তাড়াশ- সলঙ্গা নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এক সাংবাদিক সম্মেলনে তার নির্বাচনী প্রচারে বিএনপি – জামাত জোট বাধার সৃষ্টি করছে মর্মে অভিযোগ করেন। লিখিত বক্তব্যে, তিনি জানান গত ২৫ ডিসেম্বর মংগলবার সন্ধ্যায় নওগাঁর ভাটরায় আওয়ামী লীগ নেতা- কর্মীদের অতর্কিত হত্যার উদ্দ্যেশ্যে হামলা করা হয়। এছাড়া গত গত ২১ ডিসেম্বর ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলায় নৌকার শান্তিপূর্ন মিছিলে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, ধানগড়া পৌর মেয়র আব্দুল্লাহ্ পাঠানের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়, নলকার হোড়গাতিতে একজন মুক্তিযোদ্ধার বাসায় সিনেমাটিক কায়দায় ককটেল নিক্ষেপ করা হয়। নৌকা মার্কার পক্ষে গনজোয়ারে ভীত হয়ে বিএনপি- জামাতের সন্ত্রাসীরা অগ্নি- সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি এব্যাপারে নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ও আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে আহবান জানান। সবশেষে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক, গনতন্ত্র ও গনমানুষের প্রতীক, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট ও সমর্থন চান তিনি। পরে জনাকীর্ন সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রেস ক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, সদস্য ও এলাকার প্রয়াত এমপি ইসহাক হোসেন তালুকদার তনয় এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্না, সহ সভাপতি ছাইদুল ইসলাম চান, সাধারন সম্পাদক খোন্দকার শরীফুল আলম, পৌর মেয়র আব্দুল্লাহ্ পাঠান, শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক বিশিষ্ট শিশু সার্জন ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো ক্লাবের সাধারন সম্পাদক কে এম রফিকুল ইসলাম প্রমূখ।