ঠাকুরগাঁ থেকে অপহৃত কলেজছাত্রী বেলকুচিতে উদ্ধার, অপহরনকারী গ্রেফতার
বেলকুচিপ্রতিনিধি ঃ
ঠাকুরগাঁ জেলার সদর থেকে অপহৃত কলেজছাত্রী মনিকা আক্তারকে (১৭) উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা। শনিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তাকে উদ্ধার করে র্যাব। অপহৃত কলেজছাত্রী মনিকা আক্তার ঠাকুরগাঁ জেলা সদরের ছোট ছোটবেংরোল গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও গ্রেফতারকৃত অপহরনকারী মাহমুদুল হাসান বাবু একই গ্রামের মর্তুজা আলমের ছেলে। র্যাব-১২ সিপিএসসি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, গত ১৭ জানুয়ারী কলেজছাত্রী মনিকা আক্তারকে অপহরন করে নিয়ে যায় মাহমুদুল হাসান বাবু। এব্যাপারে অপহৃতের পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁ সদর থানার মামলা (মামলা নং-৪৩/১৯) দায়েরের পর তারা বিষয়টি র্যাবকে জানায়। রাতে র্যাবের একটি দল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের ঠাকুরগাঁ সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন।