টুংটাং শব্দে জমে উঠেছে কামারখন্দের কামার পল্লি
আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কামার পল্লিতে বেড়েছে কর্ম ব্যস্ততা, যেন দম ফেলার সময় নেই তাদের।ভাঁতির মাধ্যমে কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খন্ডকে তারা দগদগে লাল করছেন। সেই আগুনে লাল হওয়া লোহার খন্ডকে শরীরের সর্বস্ব জোড় দিয়ে হাতুড়ির মাধ্যমে একের পর এক আঘাতে ঠ্যাং ঠ্যাং শব্দে কাজ করছেন কামারেরা। পবিত্র ঈদুল আযহার (কোরবানির) আর মাত্র কয়েকদিন বাকি। কোরবানির পশু জবাই ও গোস্ত কাটতে এখন চলছে দা, বটি, ছোরা, ছুরিসহ নানা হাতিয়ার তৈরির কাজ। এদিকে ধাতব সরঞ্জামাদি শান দিতে শানদানের দোকান গুলিতেও ক্রমশ ভীর বাড়ছে। কাজের চাপে তাদের হাত, পা, মুখ কালিতে মাখা। অসহনীয় উত্তাপে তাদের শরীর থেকে দরদর করে বইছে ঘাম। এ ঘামে শরীরে ছড়িয়ে গেছে গায়ে লাগিয়ে যাওয়া কালি। কঠিন ব্যস্ততার চাপে ক্লান্ত যেন কারও কাছে ঠাই পাচ্ছিল না। তাদের একটাই লক্ষ সামনে কোরবানির ঈদ। আর তাই পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে তাদের ব্যস্ততা আরো বেড়েগেছে। এই ঈদের জন্য পশু জবাই করা, চামড়া-ছাড়ানো, গোশত ও হাড় কাঁটার জন্য নানা ধরণের বাহারি আকারে লৌহজাত সামগ্রী তারা তৈরী করছেন। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে তাদের কর্ম ব্যস্ততা ততই বাড়ছে।
সরেজমিনে ঘুড়ে দেখা গেছে, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে কামার পল্লিতে সারা বছরই কামারদের তৈরী লোহার সামগ্রীর চাহিদা থাকে। কিন্তু, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কামার শিল্পীদের এখন কঠর পরিশ্রম আর ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। সারা বছর খুব একটা হাতে কাজ না থাকলেও কোরবানির ঈদকে ঘিরে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। কয়লার গণগণে আগুনে রক্তিম আভা ছড়ানো চাপাতি, বটি বা ছুরির ওপর পড়ছে হাতুরির আঘাত। আঘাতের পর আঘাতে রূপ দেওয়া হচ্ছে চাপাতি, ছুরি, দা,বটিসহ নানা ধরনের ধারালো জিনিসপত্রের।
জামতৈল গ্রামের সুকুমার কর্মকার জানান যে, গতবছরের তুলনায় এ বছরে কয়লার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে যার কারণে আমাদের খরচও বেড়ে গেছে। এজন্য আমাদেরকে মুজুরী বেশি নিতে হচ্ছে। এজন্য অনেকেই অসন্তোষ প্রকাশ করে থাকেন !