টাঙ্গাইলে মসজিদ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ স্থানীয় সাংসদের হস্তক্ষেপে কাজ বন্ধ
মো: শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে গণপূর্তের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্সের বিরুদ্ধে। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মঙ্গলবার (১১ মে) সকালে মসজিদ নির্মাণ এলাকা পরিদর্শন শেষে কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
জানা যায়, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের অধীনে কালিহাতীতে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। কার্যাদেশ পেয়ে গত রোববার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ কার্যাদেশ অম্যান্য করে ২০ ফুট বাকী রেখেই ১ম পাইলিং কাজের সমাপ্তি করেছেন। অত:পর মঙ্গলবার সকালে ঠিকাদারের নির্দেশে উল্লেখিত নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা কাউকে কোন কিছু অবগত না করেই পিলারের উপরিভাগের ৬ ফুট পরিমান কেটে ফেলে দেন। এতে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারীকে অবগত করেন। স্থানীয় সাংসদ স্থানীয়দের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম এবং উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরাকে নিয়ে নির্মাণাধীন স্থান পরিদর্শন করেন। সেখানে ঘটনার সত্যতা পেয়ে নির্মাণ কাজটি বন্ধ রেখে সঠিকরূপে কাজের পরামর্শ দেন।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান দাস ট্রেডার্সের সত্বাধিকারী পাপন কুমার ভানু’র মোবাইল ফোনে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী আল আমিন বলেন, কাজ সঠিক নিয়মেই হচ্ছে। তবে পিলার স্থাপনের সময় আশপাশের স্থাপনা কেপে উঠায় উপজেলা চেয়ারম্যান আমাকে বিষয়টি ভিন্ন উপায়ে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পিলার স্থাপনের পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে উপরের কর্মকর্তাদের সাথে বলেছি।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে স্থানীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি।
স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে আমি মসজিদ নির্মাণ এরিয়া পর্যবেক্ষণ করি। সেখানে অনিয়মের সত্যতা পাওয়ায় আপাতত কাজ বন্ধ রেখে গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে সঠিক নিয়মে কাজ শেষ করার কথা বলেছি।