টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীরবিক্রম এর দাফন সম্পন্ন
মোঃ শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীরবিক্রম (৮৭) সোমবার (১২ এপ্রিল)রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ যোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এবং নিজ গ্রাম ঢেলি করটিয়ায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে করটিয়া মাজার শরিফ কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।
আবদুস সবুর খান বীরবিক্রম ১৯৩৪ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চররাগোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে টাঙ্গাইলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পেয়েছেন মওলানা ভাসানীর স্নেনাশ্রয়।
মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে জীবনবাজি রেখে একাধিক যুদ্ধ করেন। ১৯৬০ সালে তিনি রাবেয়া বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জনক। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।