ঝড়ে ২০০ বছরের বট গাছ চুরমার উল্লাপাড়ায় ঝড়ের কবলে ৩ শতাধিক গ্রামে ক্ষয়ক্ষতি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাড়লগাঁতী গ্রাম । ঝড়ে এ গ্রামের প্রায় ২০০ বছরে ঐতিহ্যবাহী বট গাছটি ভেঙে চুরমার, ৬ টি বাড়ি ভাংচুর সহ বৈদ্যুতিক লাইন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কালবৈশাখী ঝড়ে উল্লাপাড়ায় ৯ টি বাড়ি এবং ৫ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় । এছাড়াও ৩ শতাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । উপজেলার ঝিকিড়া, নেওয়ারগাছা ঘোষগাঁতী, শ্রীকোলা, গাড়লগাঁতী, চালা, পূর্বদেলুয়া সহ এই ঝড়ে প্রায় ৩ শতাধিক গ্রামের উপর দিয়ে প্রভাবিত হয়ে ঘর-বাড়ি এবং গাছ-পালা সহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে-মুচরে গেছে ।
উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের আফসার আলী জানান তার ২ টি ঘর সহ গ্রামের নূর ইসলামের ৩ টি, নূরালের ১ টি, মোয়াজ্জেমের ১ টি এবং শাহজানের ১ টি তাঁত ফ্যাক্টরি ঘর ঝড়ের কারণে ভেঙে পরে ।
একই গ্রামের বাসিন্দা ও দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস ছাত্তার জানান ঝড়ের কবলে তার ১ টি ঘড় ভেঙে গেছে সেই সাথে তার এলাকায় ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । তিনি আরো জানান ঝড়ের কারণে গাড়লগাঁতী গ্রামের প্রায় ২০০ বছরের পুড়ানো ঐতিহ্যবাহী বট গাছটি ভেঙে পড়েছে ।
উল্লাপাড়ার সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান জানান তার এলাকায় ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে গেছে । এছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু সালেহ জানান ঝড়ের কারণে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি হেলে গেছে এবং বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙে তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । বৃহস্পতিবার রাত থেকেই ৩০ টি দলে বিভক্ত হয়ে বিদ্যুৎ কর্মীরা কাজ করছে শুক্রবার সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৬/০৫/২০২৩