জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিয্যবাহী বিদ্যাপীঠ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭মার্চ-২০১৯ তে ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, গান,গজল বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৬মার্চ-২০১৯) সকালে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী । এসময় উপস্হিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা,কর্মচারি,শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে।